|
মেঘনা পাশ ঘিরে জেগে উঠা বাঞ্ছারামপুর জনপথের সবচেয়ে পুরাতন জনপথ পাহাড়িয়া কান্দি ইউনিয়ন। রুপ-লাবণ্যে এক অপূর্ব লিলা ভূমি পাহাড়িয়া কান্দি ইউনিয়ন। যার পাশ দিয়ে শুধু মেঘনা নয় আরও বয়ে গেছে তিতাস নদীর শাখা নদ। আরও আছে বাঞ্ছারামপুরের মধ্যে সবচেয়ে বড় বিল চন্দন বিল। যার খ্যাতি পুরু দেশ ঝুরে বিস্তৃত। ফসল ফলানোর জন্য উৎকৃষ্ট জমি আমাদের চেয়ে আর ভাল কোথাও পাওয়া যাবে না।
ক) নাম – ০২নং পাহাড়িয়া কান্দি ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৮.২৭ বর্গ কিলোমিটার
গ) লোকসংখ্যা – ১৫২০১ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ০৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/অটোরিক্সা।
জ) শিক্ষার হার – ৯৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
|
১. সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
২. বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
৩. উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
|
১. মসজিদঃ ২৪টি
২. মাদ্রাসা- ২টি
|
১. গোরস্থানঃ ৮টি
২. ঈদগাহঃ ৪টি
৩. চিতাশালঃ ১
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুল গণি তালুকদার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – মেঘনা নদীর শেষ বিকালের মনোরম দৃশ্য।
|
১) শপথ গ্রহণের তারিখ – ১৩/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১৩/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
|
নং | গ্রামের নাম | ওয়ার্ড নং |
১ | জয়কালীপুর | ১নং ও ২নং |
২ | ডোমরা কান্দি | ৩নং |
৩ | উলুকান্দি | ৪নং |
৪ | কলাকান্দি | ৫নং |
৫ | বড়কান্দি | ৫নং |
৬ | হিজুলিয়া কান্দি | ৬নং |
৭ | পাহাড়িয়া কান্দি | ৭নং,৮নং ও ৯নং |
৮ | মুন্সিনগর | ৭নং |
|
১) নির্বাচিত চেয়ারম্যান -১ জন।
২) নির্বাচিত মহিলা সদস্য - ৩ জন।
৩) নির্বাচিত পুরুষ সদস্য - ৯ জন।
৪) ইউনিয়ন পরিষদ সচিব - ১ জন।
৫) উদ্যোক্তা - ২ জন।
৬) ইউনিয়ন গ্রাম পুলিশ - ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS